জীবননগরের আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতদলের গাছ ফেলে গতিরোধ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতদলের গাছ ফেলে ডাকাতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আন্দুলবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের গতিরোধ করার চেষ্টা করে। চালক তা বুঝতে পেরে পিছুটান দিলে ডাকাতির প্রচেষ্টা ব্যর্থ হয়। ক্ষুব্ধ ডাকাতদল পিছু ধাওয়া করে পরিবহনে কোপ মেরে সটকে পড়ে। এ সময় জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকীর প্রাইভেটকারটি পরিবহনের পেছনে আটকে পড়ে। শাহাপুর টইল পুলিশ ডাকাতদলের পিছু ধাওয়া করে কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকাগামী নৈশকোচ পূর্বাশা পরিবহন আন্দুলবাড়িয়া থেকে যাত্রী নিয়ে আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়ক দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিলো। ডাকাতদল কনটেক মিল ও পুলিশ বক্সের মাঝামাঝি সড়কে গাছ ফেলে অবস্থান নেয়। পথিমধ্যে পূর্বাশা পরিবহন ওইস্থানে পৌঁছুলে চালক টের পেয়ে পিছুটান দিলে ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তারা চালককে লক্ষ্য করে কোপ মারলে কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পরিবহনে লাগে। টইল পুলিশ খবর পেয়ে ডাকাতদলের ধাওয়া করলে তারা মাঠের দিকে পালিয়ে যায়। পুলিশ ও পথচারীরা সড়ক থেকে গাছ অপসারণ করার পর সড়কে যানবহন চলাচল স্বাভাবিক হয়।