স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আজ আদালতে সোপর্দ করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করেন। আটককৃতরা হলেন দামুড়হুদার ইব্রাহিমপুরের লালু জোয়ার্দ্দারের ছেলে রকি, চুয়াডাঙ্গার মনিরামপুরের মৃত ভাদু মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা ইসলামপাড়ার তারেক রহমানের ছেলে রনি, একইপাড়ার সজন আলীর ছেলে সুমন আলী, জালাল উদ্দিনের ছেলে কবির হোসেন, আব্দুল লতিফের ছেলে রতন, পৌর কলেজপাড়ার জালাল উদ্দিনের ছেলে সুমন, বাগানপাড়া মাহতাব আলীর ছেলে রাজু, দৌলাতদিয়াড়ের সিরাজ আলীর ছেলে মিন্টু, জাফরপুরের সামসুল আলমের ছেলে হীরন, গোরস্থানপাড়ার বদর উদ্দিনের ছেলে মিন্টু ও একইপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে দীপু। এরা সবাই মাদকদ্রব্য ব্যবহার ও সেবনকারী বলে জানিয়েছে পুলিশ।