স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ থেকে বাসযোগে মেহেরপুর যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মহত আলী (৬০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী। গতকাল দুপুরে মহত আলীকে চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রী রজব আলী বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহের নগরবাথান থেকে মহত আলীসহ আমরা তিনজন একসাথে মেহেরপুর যাওয়ার উদ্দেশে বাসে উঠি। নগরবাথান বাজারে আমাদের কাঁচামালের আড়ত আছে। আমরা কাঁচামাল কিনতে মেহেরপুর যাচ্ছিলাম। চুয়াডাঙ্গা বাস টার্মিনালে আমরা দু’জন বাস থেকে নামলেও মহত আলীকে বাসের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। মহত আলীর কাছে কাঁচামাল কেনার টাকা থাকলেও কতটাকা ছিলো সঠিক বলতে পারছি না। মহত আলীর গ্রামের বাড়ি ঝিনাইদহের নগরবাথান কনেজপুর এলাকায়।