চুয়াডাঙ্গার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী আহত

স্টাফ রিপোর্টার: দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী জান্নাতুল গুরুতর আহত হয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গার নয়মাইলে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস (৭) চুয়াডাঙ্গার আসাননগর গ্রামের আজিজুল হকের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। আহত জান্নাতুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জান্নাতুল ফেরদৌস সিন্দুরিয়া গ্রামে তার নানিরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে তার মায়ের সাথে বের হয়। পথিমধ্যে বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল নামকস্থানে পৌছিয়ে সড়কের অপরপ্রান্তে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে বদরগঞ্জ অভিমুখে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার পর খবর পেয়ে সিন্দুরিয়া ক্যাম্পের পুলিশ চালকসহ মোটরসাইকেলটি আটক করেছে।

Leave a comment