আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি দমন কমিশন কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি দমন কমিশন কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সহকারী প্রধান শিক্ষক সাহিবুল ইসলাম। সহকারী শিক্ষক সামসুল হুদার পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, আঞ্জিরা খাতুন, রিজিয়া খাতুন, ফরিদা পারভীন, আমিরুল হক, হাফিজুর রহমান, ফারুক হোসেন, মোসলেম উদ্দিন, আরতি রানী বিশ^াস, হাবিবুর রহমান। সভার পূর্বে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণ ইউনিস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিতর্ক ও ছবি অঙ্কনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় ১ম, ২য় ও ৩য় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ছবি: উপকরন বিতরন।

Leave a comment