আলমডাঙ্গায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে উপজেলার ছত্রপাড়া ও খুদিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার ছত্রপাড়া গ্রামের মৃত নব্বান ম-লের ছেলে বজলুর রহমান, মৃত মনিরদ্দিনের ছেলে কবির হোসেন ও কুদ্দুস আলী এবং মৃত আমজেদ আলীর ছেলে তাছের আলী। এছাড়াও উপজেলা খুদিয়াখালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে ময়নাল হক। তাদের বিরুদ্ধে মামলা হলে তারা আদালতে হাজির না হওয়ার কারণে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বুধবার রাতে আলমডাঙ্গা থানার একটি টিম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment