মেহেরপুর অফিস: আজ শুক্রবার মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০১৮। এ নির্বাচনে ১৫ পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মোট ১১৯ জন ভোটার তাদের পছন্দের ১৫ জন প্রার্থীকে নির্বাচিত করবেন। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচনের বিরতি থাকবে।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ একেএম শফিকুল আলমকে সভাপতি ও সাথী বোস মীরাকে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ১৫ জনকে মনোনয়ন দিয়ে শাদা প্যানেল দিয়েছেন। শাদা প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি এমএম রুস্তম আলী ও শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ রুত শোভা ম-ল এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া একই প্যানেলের সদস্য পদের প্রার্থীরা হলেন- সাইফুল ইসলাম, রাশেদুল হক (জুয়েল), কেএম নূরুল হাসান (রঞ্জু), আব্দুল্লাহ আল মামুন (রাসেল), নিয়ামুল খান, নাগিব মাহফুজ জুয়েল ও সেলিম রেজা।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আব্দুল হাকিম শেখকে সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ১৫ জনকে মনোনয়ন দিয়ে নীল প্যানেল দিয়েছেন। নীল প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি আদিল করিম ও রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এএসএম সাইদুর রাজ্জাক ও আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ এএসএমএম হাসানুল্লা এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান। এছাড়া একই প্যানেলের সদস্য পদের প্রার্থীরা হলেন- রহমতুল্লাহ, হাসান মাহাবুবুর রহমান, ডিএমএন কামরান বাপ্পী, এহান উদ্দিন (মনা), মীর আলমগীর ইকবাল, সাইফুল ইসলাম (সাহেব) ও মধুমিতা খন্দকার।
উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন- অ্যাড. বিমল কুমার বিশ্বাস এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. সুজন কুমার ম-ল ও অ্যাড. শফিউদ্দিন। আর সর্বোপরি নির্বাচনের সার্বিক সহযোগিতায় রয়েছেন জেলা আইনজীবী সমিতির অফিস সহকারী খাইরুল্লাহ।