সাবধান ! চুয়াডাঙ্গা শহরে ছদ্ববেশে ভদ্রবেশি কিছু চোর ঘুরঘুর করছে

আহসান আলম: আমরা চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের একটি মাদরাসার ছাত্র। আমরা আপনাদের কাছে মাদরাসার জন্য সাহায্য নিতে এসেছি। আপনাদের যার যেমন খুশি দিতে পারেন। একথা বলে শহরের বিভিন্ন বাড়িতে ঢুকে সাহায্য নিচ্ছে এবং সুযোগ বুঝে চুরিও করছে এমন অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়ার একটি বাড়িতে ঘটেছে এমন ঘটনা। ১৪-১৫ বছর বয়সি দুই ছেলে চুয়াডাঙ্গা শহরের গোরস্তানপাড়ায় হাসানের বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের একটি মাদরাসার ছাত্র বলে পরিচয় দেয়। বলে, আমরা মাদরাসার জন্য সাহায্য নিতে এসেছি। বাড়ির মালিকের স্ত্রী তাদের ৪ টাকা দেন। এরপর ওই দুজন বাড়ির ২য় তলায় যায়। সেখানে দুবাই প্রবাসী সাইদুর রহমানের কক্ষের দরজা ছিলো খোলা। ওই সময় সাইদুর রহমানের স্ত্রী ছাড়া বাসায় আর কেউ ছিলো না। তার স্ত্রী ছিলো রান্নার কাজে ব্যস্ত। তিনি রান্নাঘর থেকে ফিরে ঘরে ঢুকে দেখতে পান সাইদুর রহমানের দুবাই থেকে সদ্য নিয়ে আসা নতুন দামি মোবাইলফোনটি নেই। বাইরে বেরিয়ে দেখতে পান দুজন ছেলে দৌড়ে পালাচ্ছে। তিনি ওই ছেলে দুটোর পিছু ধাওয়া করলেও শেষ পর্যন্ত ধরতে পারেনি। তাদের খোঁজ নিতে গেলে এলাকার কয়েকজন বলেন, দুজন ছেলে দৌড়ে পালাচ্ছিলো। ছেলে দুজনের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে সামনে একজনের সাথে দরকার তাই দৌড়াচ্ছি। ছেলে দুজনের মধ্যে ভীতির চিহ্ন দেখা গেছে। এলাকাবাসি ছেলে দুজনের বর্ণনা দিতে গিয়ে বলেছে, তাদের পরনে ছিলো জুব্বা, পায়জামা টুপি। তাদের মাদরাসার ছাত্র বলে মনে হয়েছে।