দোকান মালিক সমিতির নব নির্বাচিতদের শপথ আজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ আজ বুধবার সন্ধ্যায়। নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার হাজি অ্যাড. সেলিম উদ্দীন খান নব নির্বাচিত সকলকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে উপস্থিত থেকে শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গত ৩ নভেম্বর বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চবার্ষিক নির্বাচন গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। এ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে নির্বাচন সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষে তথা কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার সকল নির্বাচিতকে চেম্বার ভবনে উপস্থিত হয়ে শপথ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। একই সাথে বিশিষ্ট ব্যক্তিদেরও এ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a comment