চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন ট্রেনযাত্রী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক ট্রেনযাত্রী। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির পুলিশ অজ্ঞান ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন। রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ৪টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের গার্ড অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্লাটফর্মে নামিয়ে দিয়ে যান। এ সময় রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা অজ্ঞান ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অজ্ঞান ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি তার নাম বলেন পিন্টু, বাড়ি নীলফামারি জেলার সৈয়দপুর, বয়স আনুমানিক ৬৭ বছর। তিনি যশোরের একটি ইটভাটায় যাচ্ছিলেন এবং তার কাছে ২ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিলো বলে তিনি জানান। অজ্ঞান ব্যক্তির কাছে ফোন নাম্বার বা তেমন কিছু না থাকায় তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।