কালীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ : ইউএনওকে তদন্তের নির্দেশ

ঝিনাইদহ প্রতিনিধি: এক বৃদ্ধা মহিলাকে নির্যাতনের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঝিনাইদহের একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অভিযোগপত্রে বিবাদি করা হয়েছে বারবাজার ফাঁড়ির এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহারকে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে অভিযোগ দায়ের করেন পুলিশের নির্যাতনে আহত সালেহা খাতুন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ ও এএসআই আজাহারের নেৃতত্বে পুলিশ বাদি সালেহা খাতুনের ছেলে টিপুকে ধরতে যায়। এ সময় ছেলেকে আটকের কারণ জানতে চাইলে এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহার আমাকে ও টিপুর স্ত্রী জোসনাকে নির্যাতন করেন। বাদির আইনজীবী আকিদুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কালীগঞ্জ বারোবাজার ফাঁড়ির এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহারকে আসামি করে আদালতে অভিযোগ করেন সালেহা খাতুন। অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমারকে নির্দেশ দিয়েছেন আদালত। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, আদালতে একটি অভিযোগ দিয়েছে আমি শুনেছি। বিষয়টা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান, আমি এখনো আদালতের কোনো নোটিশ পাইনি। আদালতের নির্দেশের নোটিশ হাতে পেলে ব্যবস্থা নেবো।