যুবলীগের হস্তক্ষেপে মেহেরপুর বলিয়ারপুরে দীর্ঘ ১৫ বছরের সমস্যার সমাধান

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের হস্তক্ষেপে দীর্ঘ ১৫ বছর জমে থাকা সমস্যার সমাধান হয়েছে। গত রোববার বিকেলে বলিয়ারপুর উত্তরপাড়ায় উভয়পক্ষের উপস্থিতিতে আপস মীমাংসা হলে দীর্ঘদিনের জমে থাকা ওই সমস্যার সমাধান হয়।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর উত্তরপাড়ার বাসিন্দারা ও গ্রামের মাঠগামী কৃষকের যাতাযাতের রাস্তাটি নিয়ে প্রায় ১৫ বছর ধরে আদালতে মামলা চলছিলো। দেং ২৬২/১৭ নং স্বত্বের দায়ের করা মামলার বাদী ছিলেন বলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে লিটন ও জিনারুল ইসলামের ছেলে ইমরান। আর মামলার বিবাদী ছিলেন মেহেরপুরের ডেপুটি কমিশানরসহ প্রশাসনের ৭ জন এবং সদর উপজেলার চাঁদপুর গ্রামের আরজানের ছেলে রুপচাদ ও রুপচাদের স্ত্রী রশিদা খাতুন শাওন।
এদিন পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত আপস মীমাংসা সভায় উপস্থিত ছিলেন বলিয়ারপুর আইসি ক্যাম্প ইনচার্জ এএসআই অবিরউদ্দিন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কেন্দার মাহমুদ বিপ্লব, সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন, ওয়ার্ড সাধারণ সম্পাদক কামাল, সহসভাপতি বকুল, সাংগাঠনিক সম্পাদক সুমন, যুবলীগ নেতা লিটন, মনি, আরিফ, সেলিম, সফর আলী প্রমুখ।