বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন : চুয়াডাঙ্গায় পৃথক হলেও মেহেরপুরে জমকালো

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার ছিলো ২০ নভেম্বর। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন। এ দিন উপলক্ষে চুয়াডাঙ্গা বিএনপির একাধিক অংশ পৃথক পৃথক স্থানে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মেহেরপুর জেলা বিএনপির গতকালের আয়োজনও ছিলো সাড়াজাগানো। ঝিনাইদহেও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনসমূহ তারেক রহমানের জন্মদিন পালন করেছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির শেখপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মজু। একবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, জেলা বিএনপির সদস্য সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, যুবদল নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, মামুন রেজা সবুজ প্রমুখ। এছাড়াও দলীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে জন্মদিনের কেক কেটে মিষ্টিমুখের পাশাপাশি আলোচনসভায় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। অপরদিকে পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র কেদারগঞ্জস্থ কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভাসহ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজি খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী সামদানী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আলী, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব মাহফুজুর রশিদ ঝণ্টু, পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজ আলী, প্রচার সম্পাদক মিনহাজ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান হক উজ্জল, জেলা মহিলা দলের সদস্য নাসরিন পারভিন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. অহিদুল আলম মানি খন্দকার প্রমুখ। এদিকে সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউপির প্রয়াত চেয়ারম্যান নূর আলীর অফিসকক্ষে কেক কেটে এক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, চেয়ারম্যান পদপ্রার্থী মহিউল আলম সুজন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে তারেক রহমানের জন্মদিনের আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন বলে একবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু-আলা শামসুজ্জামান, জাহানারা পারভীন, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ মেম্বার, প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু প্রমুখ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা ডিঙ্গেদহে জন্মদিনের অনুষ্ঠানে যুবদল নেতা আশরাফ উদ্দিন রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুমজান আলী, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রদল নেতা হাসানুজ্জামান ও রাকিবুল ইসলাম। কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। পুলিশের বাধার মুখে তারেক জিয়া যুবসংঘের আয়োজন প- হলেও দর্শনায় পৃথক আরও ৩টি স্থানে জন্মদিনের আয়োজন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পুরাতন বাজারস্থ দর্শনা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়, বিএনপি নেতা হাজি ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপুর বাসভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় কেক কাটা হয়। দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময় দর্শনা পৌর বিএনপির ওপর পক্ষের আয়োজনে দর্শনা রেলবাজারের অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট। আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।
সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে বিএনপির আরেকটি পক্ষ কেক কাটা ও আলোচনাসভা করেছে। দর্শনা পৌর বিএনপির সহসভাপতি আব্দুল হান্নান মেম্বারের সভাপতিত্বে আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার, সাবেক দর্শনা পৌর প্যানেল মেয়র শরীফ উদ্দীন, দর্শনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আবু সাঈদ, সেলিম, শহিদুল, মোতালেব, রেজাউল, মিরাজ, ডাবলু, যুবদলনেতা জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারেক জিয়া যুবসংঘের প্রতিষ্ঠাতা পরিচালক টুটুল শাহ। একই সময় তারেক জিয়া যুবসংঘের নেতৃবৃন্দ প্রয়াত বিএনপি নেতা আক্তারুল ইসলামের গদিঘর চত্বরে কঙ্গালীভোজের আয়োজনে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা খাবারের ডেকসিতে লাথি মারে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের বাধার মুখে আয়োজন প- হয়ে যায়।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকীতে গতকাল সোমবার সকাল ১০টায় পৌর টাউন হল প্রাঙ্গণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছার উল হক, ইলিয়াছ হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সাঈদ আহম্মেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, ছাত্রদল নেতা আহমেদ রাজিব, আজমল হক মিন্টু প্রমুখ। এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএকে খাইরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানুল কবির, পৌর বিএনপির সহ-সভাপতি হাজি ফজলু খান, সহ-সভাপতি আব্দুল সামাদ, সহ-সভাপতি হাবিব ইকবাল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, সাধারণ সম্পাদক মাজেদ আলী, জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও আজিমুদ্দিন গাজী, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আরমান আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র রুখতে হবে। তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা হতে হয়রানি বন্ধ করতে হবে।
অপরদিকে, মেহেরপুরে জেলা যুবদল। গতকাল সোমবার বিকেলে শহরের কুটুমবাড়ি হোটেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক ফয়েজ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড়বাবু। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদাল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান হাসিব, সহ-সভাপতি নুর তাজুল ইসলাম, পৌর যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামছুর রহমান, মুজিবনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল হক, গাংনী থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমানের জন্মদিন নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করেছেন মেহেরপুর গাংনী বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনাসভা ও জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, এ সরকার মানুষের জন্ম-মৃত্যু দিনও পালন করতে দেয়না। সর্বদা পেটুয়া বাহিনী দিয়ে পাহারা দেয়। এখন গণতন্ত্র বলে কিছুই নেই। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। এর থেকে মুক্তি পেতে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা বিএনপি দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, সাহারবাটি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন হোসেন বাবলুসহ নেতৃবৃন্দ।
এদিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা আহসান হাবীব বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সু, উপজেলা শ্রমিকদল সভাপতি গিয়াস উদ্দীন, কৃষকদল নেতা শহিদুল ইসলাম নাছির, সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সম্পাদক সাহিদুল ইসলাম, যুবদল নেতা সোহরাব হোসেন, জামাল উদ্দীন, ছাত্রদল নেতা চপল বিশ^াস ও আশিকসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদের আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে বলেন, জাতীয়তাবাদী চেতনা জাগ্রত রাখতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকু-ুতে আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় হরিণাকু-ু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকু-ু উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদল সভাপতি খায়রুল ইসলাম, সরকারি লালন শাহ কলেজ ছাত্রদল সভাপতি শামিম আহমেদসহ বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্যে দিয়ে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উদযাপন করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করেছে অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দল। ২০ নভেম্বর সিডনিস্থ গ্রামীণ ফাংশন সেন্টারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার উদ্যোগে জন্মদিন পালিত হয়। অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবকদল দলের সভাপতি এএনএম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কেক কাটেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেম উদ্দীন হাওলাদার আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাবিব মোহাম্মদ জকি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তারিক উল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক নাসিম উদ্দীন, যুবদল সভাপতি ইয়াসির আরাফাত, নিউ সাউথওয়েলস বিএনপির সভাপতি প্রকৌশলী কামরুল ইসলাম শামিম, ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা মোর্শেদ মিথুন, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবীর পিন্টু, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রনেতা সাইমুম বিন সামস, মামুনুর রশিদ, আব্দুল করিম প্রমুখ।