নতুন আইনজীবীদের নিয়ে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের ৪ দিনব্যাপী কর্মসূচি

যুব সংগঠনের অন্যতম সৌহার্দ ইয়ুথ ফাউন্ডেশন ‘নতুন আইনজীবীদের পেশাগত প্রতিকূলতা’ শিরোনামে চার দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করেছে। প্রথম দুইদিন গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়েছে। আইনে নব্য স্নাতক ডিগ্রি লাভকারী ও শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচি উন্মুক্ত। আগামী শুক্র ও শিনিবার সঠিক পেশাগত দিকনির্দেশনা দেওয়া হবে। অনুষ্ঠানে যোগদানকারী সকলকে একটি বিশেষ সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে ২৫ নভেম্বর এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

অভিজ্ঞ অ্যাডভোকেট ও ব্যারিস্টার দ্বারা আইন বিভাগের নতুন ছাত্রদের আইনচর্চার সঠিক সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য। বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ধানমন্ডি শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সৌহার্দ ফাউন্ডেশনের সভাপতি ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব। অনুষ্ঠানে ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার মুক্তাদির রহমান, ব্যারিস্টার রবিউল হাসান, ব্যারিস্টার তানভীর পারভেজ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তামিম ওয়াযির রাজিব, সাজ্জাদ কাদের, জাহিদ হাসান দোলন, আরিফা পারভিন তাপশি প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি