নকল সরবরাহের দায়ে কিশোরের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পিইসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শান্ত ইসলাম ওরফে রিওন (১৭) নামে এক কিশোরকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে দৌলতপুরে তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তকে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড প্রদান করেন। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, শান্ত ইসলাম ওরফে রিওন জানালার পাশে দাঁড়িয়ে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ ধারায় ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।