হুইট ব্লাস্ট প্রতিরোধে চুয়াডাঙ্গাসহ ৫ জেলায় গম চাষ বন্ধ

স্টাফ রিপোর্টার: হুইট ব্লাস্ট প্রতিরোধে চুয়াডাঙ্গাসহ ৫ জেলায় পশ্চিমের পাঁচ জেলায় এ বছরও গম চাষ বন্ধ রাখতে বলছে সরকার। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোর। বিএডিসি এসব জেলায় গম বীজ বিক্রিও বন্ধ রেখেছে। দেশের অন্যতম প্রধান গম উত্পাদনকারী এলাকা হচ্ছে উল্লেখিত ৫ জেলা। ২০১৫ সালে পশ্চিমের ৫ জেলায় গম ক্ষেতে হুইট ব্লাস্ট রোগের আক্রমণ হয়। আর সেটাই ছিলো দেশে গম ক্ষেতে ব্লাস্টের প্রথম আক্রমণ। এর আগে ব্রাজিলে গম ক্ষেতে ব্লাস্টের আক্রমণ হয়েছিলো বলে জানা গেছে। ব্লাস্ট গমের মারাত্মক রোগ। ওই বছর পশ্চিমের জেলাগুলোতে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে হুইট ব্লাস্টের আক্রমণ হয়েছিলো। এমনকি বিএডিসির গম বীজ উত্পাদনকারী ফার্ম ঝিনাইদহ জেলার দত্তনগর, চুয়াডাঙ্গার নুরনগর ও মেহেরপুরের বারাদীতে গম ক্ষেত হুইট ব্লাস্টে আক্রান্ত হয়েছিলো। বিএডিসির খামারগুলোর সব গম ক্ষেত পুড়িয়ে ফেলা হয়েছিলো। কিন্তু চাষিরা আক্রান্ত গম ক্ষেতের সঙ্গে ভালো ক্ষেতের গম কেটে বাড়ি নিয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরপর তিন বছর এসব জেলায় চাষিদের গম চাষ করতে নিষেধ করে। বিএডিসিও গম বীজ বিক্রিও বন্ধ রাখে। এরপরও চাষিরা নিজেদের ঘরে রাখা বীজ দিয়ে গম চাষ করে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, নিষেধ অমান্য করে গত বছর ১৮ হাজার ৪শ’ চার হেক্টরে গম চাষ করেন চাষিরা। এর মধ্যে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ২০ হেক্টরে হুইট ব্লাস্টের আক্রমণ হয়েছিলো। তবে গত বছর গমের ফলন ভালো হয়েছিলো। বিএডিসির যশোর অঞ্চলের উপ-পরিচালক রোকনুজ্জামান বলেন, সরকারের সিদ্ধান্ত মতো পাঁচ জেলায় গম বীজ বিক্রি বন্ধ রাখা হয়েছে। ডিলারদেরকে গম বীজ দেয়া হয়নি। যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সাথে পাবনা জেলায়ও গম বীজ বিক্রি করা হচ্ছে না বলে তিনি জানান।

Leave a comment