মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক দেলোয়ারে আকস্মিক মৃত্যু

ঘোলদাড়ী প্রতিনিধি: মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকালই গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
আলমডাঙ্গার নাগদহ গ্রামের হাসেম আলী পেশায় একজন দরিদ্র ভ্যান চালক। শত দরিদ্রতার মাঝেও একমাত্র ছেলে সন্তান দেলোয়ার হোসেনকে লেখাপড়া শিখিয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন কিছুটা পূরণও হয়। ছেলে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের ম্যানেজমেন্টের প্রভাষক হিসাবে যোগদান করেন। ছেলেকে ৩ বছর আগে বিয়ে দেন। পুত্রবধু ইসমোতারা ৮ মাসের অন্তসত্ত্বা। গতকাল বেলা ১১টার দিকে প্রভাষক দেলোয়ার হোসেন হঠাৎ বুকের ব্যাথ্যা অনুভব করেন। বাড়ির উঠানে পড়ে যান তিনি। পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুর সংবাদে পরিবারের লোকজনসহ গ্রামবাসী স্তব্ধ হয়ে পড়ে। লাশ নেয়া হয় নিজ বাড়িতে। মৃত দেলোয়ারের মা-বাবাসহ স্ত্রী মুর্ছা যেতে থাকেন বারবার। তাদের আহাজারীতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। কলেজ শিক্ষক দেলোয়ারের পিতা-মাতা একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায়। কেউই ধরে রাখতে পারেনি চোখের অশ্রু। মরহুমের শেষ বিদায় জানাতে কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীসহ হাজারও মানুষ ভীড় জমাতে থাকে। গতকাল শনিবার বেলা সাড়ে ৪টার দিকে মরহুমের জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।