বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার ঝিনাইদহ, কোর্টচাদপুর ও মহেশপুরের মুক্তিযোদ্ধারা এ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে গতকাল শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ভাষাসৈনিক আমির হোসেন মালিতা, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অর্ন্তভুক্তি’র মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি লাভ করায় গতকাল শনিবার সকালেমহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ উৎসব এবং শোভাযাত্রা বের করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামরুল ইসলামের নেতৃত্বে মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, জেলা পরিষদ সদস্য শেখ হাশেম আলী, উপজেলা কৃষি অফিসার আবু তালহা, পিআইও মেহেরুননেছা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দার রহমান, ইউপি চেয়ারম্যান ইসলামাইল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, শহিদুল ইসলাম, শফিদুল ইসলাম, আরিফান হাসান চৌধুরী নুথান, আব্দুল মালেক, শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস সেলিম, রিপোটার্স ক্লাব সভাপতি আবুল হোসেন লিটন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুল আজম ইকবাল ঝড়–, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম রাজাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় ৭৮টি দলিলের মধ্যে ৪৮নং তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় দেশব্যাপী আনন্দ উৎসব এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে মহেশপুরেও এ অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের আংশিক একটি গ্রুপ সরকারি প্রোগ্রামের বাইরে র‌্যালি বের করে।
জানা গেছে, সাবেক মক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি হওয়ায় তার পক্ষ থেকে আলাদা র‌্যালি বের করা হয়। অবশ্য উপজেলা নির্বাহী অফিসার একত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শোভাযাত্রা বের করার আমন্ত্রণ জানালেও পরে তা হয়নি।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার সকালে আনন্দ উৎসব এবং র‌্যালি বের করা হয়। মুক্তিযোদ্ধা-জনতার অংশগ্রহণে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বক চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত। আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজনীন সুলতানা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, কায়দার রহমান, শামছুল আলম ও মনোয়ার হোসেন প্রমুখ।

 

Leave a comment