দেশের আর্থ সামাজিক উন্নয়নে বাল্যবিয়ে বন্ধ করতে হবে

গাংনীতে অভিভাবক সমাবেশ ও ছাত্রীদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

গাংনী প্রতিনিধি: বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। ১৮ বছর বয়সের আগে বিয়ে না করার শপথ নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধের ঘোষণা দেয় তারা। গতকাল শনিবার দুপুরে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ‘বাল্যবিয়েকে লাল কার্ড’ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার কাছে শপথ নেয় ছাত্রীরা।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘সমাজে যখন ব্যাধি আসে, তখন পীরের গায়েও লাগে’। বাল্যবিয়ের কারণে একজন মেয়ের সুন্দর ভবিষ্যতের অপমৃত্যু হচ্ছে। শিশু বয়সে যারা মা হচ্ছে তাদের পরিবারে অশান্তি পিছু ছাড়ছে না। তাই শিশুদের বিপদের দিকে ঠেলে না দিয়ে লেখাপড়া শেখানোর তাগিদ দেন তিনি। কন্যাশিশু বোঝা নয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার ও কৃষিমন্ত্রী নারী। কর্মক্ষেত্রেও নারীরা এগিয়ে যাচ্ছেন। ডিসি, এসপি ও পাইলটের মতো গুরুত্বপূর্ণ পদে স্বমহিমায় উজ্জ্বল নারীরা। একদিন নারীরা পুরুষের চেয়েও চাকরি ক্ষেত্রে এগিয়ে যাবে। তাই মেয়েদের ভালোভাবে লেখাপড়া শেখাতে পারলেই তার ভবিষ্যত উজ্জ্বল। বাল্যবিয়ের বহুবিধ কুফল উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে বাল্যবিয়ে বন্ধ করতে হবে। এজন্য জনপ্রতিনিধি, ঈমাম-কাজি, প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মেয়েদের লেখাপড়া ও চলাফেরার অনুকুল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়াডোবা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি টোকন। স্বাগত বক্তব্য রাখেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ও ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।
প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে জেলার প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিভিত্তিক ১০ জনকে জেলা প্রশাসক ‘বাল্য বিয়েকে লাল কার্ড’ নামের পরিচয়পত্র প্রদান করেছেন। যারা বিদ্যালয় ভিত্তিক বাল্যবিয়ে প্রতিরোধী দল হিসেবে কাজ করছে। এর অংশ হিসেবে গতকালের অনুষ্ঠানে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্রীকে লাল কার্ড পরিচয়পত্র দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, কাজি-ঈমাম, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।