জীবননগরের উথলীতে বিনা নোটিশে ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন উথলী এলাকায় বিনা নোটিশে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উথলী সাব-স্টেশনের জুনিয়র প্রকৌশলী আকতারুজ্জামানের দায়িত্বহীনতার কারণে এ দুর্ভোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার সকাল ৯টা থেকে বাজার সংলগ্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের কাজ শুরু করে। এ কারণে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। মাঝে মধ্যেই পূর্ব ঘোষণা ছাড়াই সঞ্চালন লাইনের সংস্কার, সাব-স্টেশন সংস্কার এবং মিটার লাগানোর নামে বিদ্যুৎ বন্ধ রাখা হয়। এতে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। এ ব্যাপারে চুয়াাডাঙ্গা আদালতে ভোক্তা সংরক্ষণ আইনে বিদ্যুৎ গ্রাহকরা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে আজ মামলা করতে পারেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উথলী সাব-স্টেশনের ইনচার্জ জুনিয়র প্রকৌশলী আক্তারুজ্জামানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাব-স্টেশন সংস্কারের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিলো। তবে বিদ্যুৎ বন্ধের বিষয়টি মাইকিং না করা ভুল হয়েছে।

Leave a comment