জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের

দামুড়হুদার দর্শনীয় স্থান পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার

কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহের আট শহীদ স্মৃতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ইকোপার্ক ও কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালাঘর পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গতকাল শনিবার বিকেলে উপজেলার নাটুদহের আট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। এরপর তিনি ডিসি ইকোপার্ক পরিদর্শনে যান। সন্ধ্যায় তিনি উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালাঘর পরিদর্শন করেন। দর্শনীয় স্থানগুলো পরিদর্শনকালে তিনি বলেন, আমাদের জাতীয় সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তাই আমরা সকলে এগুলোর রক্ষণাবেক্ষণ করবো এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরবে। তিনি স্থানগুলো পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন। তিনি আটচালাঘর এবং বাবুদের পুকুর ঘুরে দেখেন। কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচালাঘর পরিদর্শনকালে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম আটচালাঘরের ইতিহাস তুলে ধরেন বিভাগীয় কমিশনার কাছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান, উপজেলা নাজির হামিদুল ইসলাম, আটচালাঘর মালিক প্রকৃত বিশ্বাস ও মধু বিশ্বাস।