চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশে বাধায় প- হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা ছাত্রদল। মিছিলের শুরুতেই পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহজাহান খান। জেলা ছাত্রদল নেতা নাসিমুজ্জামান সোহাগের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক, তরুণদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহাবুব, শাহীন, জামাল, শুভ, সাইমুন ইসলাম শান্ত, শুকুর আলী, জিলান মাহমুদ, রাজীব হাসান ও জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড খ্যাত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক তৃণমূল ছাত্রদলের আস্থার প্রতীক আকরামুল হাসান মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানো হয়।