চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগরে হালের বলদ চুরি

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার নবীননগর গ্রাম থেকে গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে চোররা গোয়ালঘর থেকে ১টি হালের বলদ চুরি করে নিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়লে রাতে চোরেরা সুযোগ বুঝে একটি হালের বলদ চুরি করে নিয়ে। বদলটির বর্তমান বাজারদর ১লাখ ৩০হাজার টাকা। বলদটি চুরি হওয়ায় মিজানুর রহমান দিশেহারা হয়ে পড়েন।

Leave a comment