প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ
রফিকুল ইসলাম: আজ রোববার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হবে। দেশের ৭ হাজার ২৬৭টি এবং বিদেশের ১২ কেন্দ্রে অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সারাদেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এবার দুই হাজার প্রাথমিকে ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন ‘বিশেষ চাহিদা স¤পন্ন’ পরীক্ষার্থী অংশ নেবে। এই শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার থেকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ করবে এবং এসময় কোনো পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে না বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।
চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলার ৫৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৯ হাজার ৮০৮ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে। পরীক্ষা কেন্দ্রে ‘কেন্দ্র সচিব’ ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে শিক্ষা বিভাগ থেকে সতর্ক করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী শেষ হবে আগামী ২৬ নভেম্বর। প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলবে দুপুর দেড়টা পর্যন্ত। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর পরীক্ষার প্রথম দিনে ইংরেজী , ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান , ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর ইংরেজী, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবী এবং আকাইন ও ফিকাহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাথমিকে ৫ হাজার ৬৬৯ জন এবং ইবতেদায়ীতে ৩২১ জন, আলমডাঙ্গা উপজেলায় প্রাথমিকে ৬ হাজার ৪২৯ জন এবং ইবতেদায়ীতে ৩৯২ জন, দামুড়হুদা উপজেলায় ৪ হাজার ৬৬৯ জন এবং ইবতেদায়ীতে ৫৯০ জন এবং জীবননগর উপজেলায় প্রাথমিকে ৩ হাজার ৪২ জন এবং ইবতেদায়ীতে ৩০৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা রয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী -২০১৭ এর অংশগ্রহণকারী পরীক্ষা থেকে পরীক্ষার্থী আদায়কৃত ৬০ টাকা হারে ১২ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা আদায় করে চালানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদফতর মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। উপজেলা কমিটির প্রস্তাব মোতাবেক জেলায় মোট ৫৫টি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান জানান, সদর উপজেলার ১৩টি পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত সকলেই যথাযথ দায়িত্ব পালনে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া, শিক্ষা বিভাগের পরিচালক মহোদয় একটি চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিতে পারবেন না। ডিউটিরত সকলেই যথাযথভাবে নিয়ম পালন করবেন বলে আশা করেন তিনি।