চুয়াডাঙ্গায় মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লিটু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এমএম শাজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এসএম রফিউর রহমান, সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী ন্যাপ’র সাবেক মহকুমা সভাপতি অ্যাড. কামরুল আরেফিন, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, অ্যাড. আবুল বাসার, অ্যাড. বজলুর রহমান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ডা. হেদায়েত মুকুল, অ্যাড. অহিদুল ইসলাম মানি খন্দকার, অ্যাড. নওশের আলী, জহির রায়হান, সাবেক শিক্ষক মাহতাব উদ্দীন, নেতাজী হামিদুল ইসলাম, অ্যাড. জিল্লুর রহমান, অ্যাড. মামুন আখতার ও হারুনার রশীদ প্রমুখ। বক্তারা বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী যে পর্যায়ের ব্যক্তি ছিলেন আমরা তাকে সেভাবে স্মরণ করি না। আজ মাওলানা ভাসানী নেই তার রেখে যাওয়া আদর্শ আছে, কিন্তু তার ওই আদর্শকে প্রয়োগ করার মানুষ নেই। সমগ্র রাজনৈতিক জীবনে তিনি কখনও অন্যায় ও অসত্যের সাথে আপস করেননি। তার সরল, সাধারণ ও শাদাসিধে যাপিত জীবন লাখো মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।