ধানের চারা হাতে বিডি ক্লিনের পক্ষ থেকে মানববন্ধন

চুয়াডাঙ্গায় প্রধান সড়কের বেহাল অবস্থা ও নির্মাণ কাজ ধীরগতি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক মেরামতের দাবিতে চুয়াডাঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে নেমেছে। গতকাল বৃহস্পতিবার জনগণের ‘ভোগান্তি কবে শেষ হবে, দ্রুত প্রধান সড়ক নির্মাণ চাই, টেন্ডার হয়েছে, কিন্তু সড়ক নির্মাণ হচ্ছে না কেনো, জনগণ জানতে চাই,’ এ স্লোগানে মাবনবন্ধন করেছে। বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বিডি ক্লিন চুয়াডাঙ্গার পক্ষ থেকে ধানের চারা হাতে নিয়ে মানববন্ধন শেষে পৌরসভার সমনে অবস্থান কর্মসূচি পালন করে। মানববন্ধনের নেতৃত্ব দেন বিডি ক্লিন চুয়াডাঙ্গার উদ্যোক্তা ইসতিয়াক শাকিল, রাশেদ, রাফিক, সুরভী, শিলা, সজিব, মেহেদী, আমান, লাবনী ও রিমিসহ অনেকে। এ সময় বিডি ক্লিনের উদ্যোক্তা ইসতিয়াক শাকিল বলেন, চুয়াডাঙ্গা হতে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ ও মেহেরপুর যাওয়ার একমাত্র প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচলে যাত্রীদের সবসময় ভোগান্তির শিকার হতে হচ্ছে। পার্শ্ববর্তী জেলায় ইতোমধ্যেই সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। আমাদের প্রশ্ন, এ সড়কের কাজ এখনই শুরু হবে না, নাকি এভাবেই পড়ে থাকবে। সড়কের যে অবস্থা এখানে ধানের আবাদ করার পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ আমরা যদি এর সঠিক জবাব না পায় তাহলে অচিরেই এ সড়কে ধানের আবাদ শুরু করবো। মানববন্ধন শেষে মিছিল সহকারে চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে বিডি ক্লিন। এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সাথে আলোচনায় মিলিত হয়। তারা মেয়রের কাছে সড়কের সমস্যা তুলে ধরে। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু তাদেরকে আশ্বস্ত করেন এবং সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় মেয়রের সাথে পৌর সচিব শরীফুল ইসলামসহ পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সড়ক নির্মাণ কাজে বিঘিœত হওয়ার কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কের ধারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়েছে।