২৫ নভেম্বর আনন্দ উৎসব কর্মসূচি উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিডিও কনফারেন্স

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আলোচনা

স্টাফ রিপোর্টার: বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। গেলো ৩০ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা। আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয়। এ সংক্রান্ত তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি (আইএসি)। গত ২৪-২৭ অক্টোবর পর্যন্ত বৈঠক করে ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসি কমিটি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক দলিলে অন্তর্ভুক্তির মাধ্যমে তালিকাভুক্ত ঐতিহ্যের সংখ্যা দাঁড়ালো ৪২৭ টিতে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিয়ে আগামী ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আনন্দ উৎসব সফল করতে মন্ত্রী পরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল বুধবার বিকেলে ৪টায় ভিডিও কনফারেন্সে মন্ত্রী পরিষদ বিভাগ, সকল বিভাগীয় কমিশনার, ও জেলা প্রশাসনের সাথে যুক্ত হন তিনি।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সচিব নূরজাহান খানম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার পাপিয়া আক্তারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর আনন্দ উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করবে জেলা প্রশাসন। সভায় আনন্দ উৎসব উদযাপনে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশব্যাপী আনন্দ মিছিল করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।