জীবননগর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষসভা অনুষ্ঠিত
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ।
উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীমান্ত দিয়ে রোহিঙ্গা পুশ ইন ঠোকাতে সীমান্ত রক্ষী বাহিনীসহ সীমান্তবাসীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সীমান্তের কৃষি ক্ষেতে ৩ ফুটের অধিক কোনো ফসলের চাষ না করাসহ রাত ৯টার পর সীমান্তে অবস্থিত সকল দোকানপাট বন্ধ রাখা এবং রাতে ও ভোরে অপরিচিত ভাষাভাষির লোকজন দেখলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীমান্ত রক্ষী বাহিনীকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ এ সভায় সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, উপজেলা আনসার-ভিডিপির ট্রেনিং ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম ও সাংবাদিক সালাউদ্দীন কাজল বক্তব্য রাখেন। বিশেষ এ সভায় সরকারি কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
রোহিঙ্গাদের পুশ ইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
