বৃষ্টি বাগড়ায় খুলনা-সিলেটের ম্যাচ পরিত্যক্ত

স্টাফ রিপোর্টার: সাগরে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আর এ কারণেই বিপিএলে খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের ম্যাচে টস হতে দেরি হয়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের মধ্যে ম্যাচ শুরুর কথা ছিলো। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় উইকেটসহ মাঠের অনেকটা অংশ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। বৃষ্টির কারণে নির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টায় টসও হয়নি। শেষ পর্যন্ত বিকেল পৌনে ৪টা পর্যন্ত বল মাঠে না গড়ালে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস ও নাসির হোসেনের সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। লড়াইয়ে সিলেটকে হারাতে পারলে পয়েন্টের হিসাবে তাদের ধরে ফেলতে পারত খুলনা। তবে ম্যাচটি মাঠে না গড়ানোতে চতুর্থ স্থানেই থেকে যেতে হচ্ছে খুলনাকে। এদিকে বৃষ্টি কারণে সন্ধ্যা ৬টায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের মাঠে নামা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।