চুয়াডাঙ্গায় ভূট্টা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষের ৩জন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুর খেজুরতলায় ভুট্টা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে উভয় পক্ষের ৩জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে টেংরামারী-খেজুরতলা গ্রামের মাঠে এ মারামারির ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, খেজুরতলা মাঠপাড়ার মৃত জহির উদ্দীনের ছেলে ক্ষেত মালিক চতুর আলী (৫৫), তার ভাই লাল্টুর স্ত্রী ফুলমতি বেগম (৩৫) ও ছাগল মালিক মনজুর স্ত্রী বেদেনা ওরফে সুমি (২৩)।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খেজুরতলা গ্রামের ক্যানালপাড়ায় চতুর আলীর ভূট্টা ক্ষেতে প্রতিবেশী মনজুর ছাগল গিয়ে ভূট্টার পাতা খাচ্ছিলো। চতুর আলী ছাগল বেধে রাখে। খবর পেয়ে সুমি ছাগল আনতে গেলে দুজনের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে চতুর আলীর হাতে থাকা হেসো দিয়ে সুমির মাথায় আঘাত করে। সুমি রক্তাক্ত আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দু’পরিবারের লোকজন সেখানে ছুটে গেলে উভয় পরিবারের মারামারিতে চতুর আলী ও লাল্টুর স্ত্রী ফুলমতি বেগম আহত হয়। উভয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।