আলমডাঙ্গার জনপ্রিয় শিক্ষক নজরুল ইসলাম আর নেই

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শিক্ষক নজরুল ইসলাম ফুসফুস ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫২)। গতকাল ভোর ৪টার সময় নিজবাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রায় তিন চার বছর আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সর্বস্ব বিক্রি করে ভারতের ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্স সেন্টার অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরে সেখান তার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে নিজবাড়িতে ফিরিয়ে আনা হয়। গতকাল বুধবার ভোর ৪টায় নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গতকাল বাদ জোহর দারুস সালাম ঈদগা ময়দানে জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে ২ সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

Leave a comment