অবৈধ আমদানি বন্ধে মোবাইল সেট উৎপাদন করবে সরকার
স্টাফ রিপোর্টার: মোবাইলসেটের অবৈধ আমদানি বন্ধ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) মাধ্যমে সরকার মোবাইলফোন সেট উৎপাদন ও বিপণনের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেন, ২০১৪ সালে এ ব্যাপারে ওকে মোবাইল লিমিটেড ও টেশিসর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক টেশিসে মোবাইলফোন সেট উৎপাদন ও সংযোজন প্লান্ট স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ৩৭ হাজার মোবাইলফোন সেট এবং ৮শ ট্যাব উৎপাদন ও সংযোজন করে বাজারজাত করা হয়েছে।
কাকরাইলে তাবলীগ মসজিদে ২ গ্রুপের হাতাহাতি : ধাওয়া-পাল্টা ধাওয়া
স্টাফ রিপোর্টার: ঢাকার কাকরাইলে তাবলীগ জামে মসজিদে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুসল্লিরা জানান, মওলানা জুবায়ের ও মওলানা ওয়াসিফুল হক গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারা আরো জানান, কয়েকদিন আগে মওলানা জুবায়ের পাকিস্তান যান। সেখানে তাবলীগ নেতা মওলানা আহমেদ লাটসাহেব বাংলাদেশে তাবলীগ মুসল্লিদের একটি বিশেষ বার্তা দেন। মওলানা জুবায়ের দেশে ফিরে আসার পর তিনি ওই বার্তা মুসল্লিদের কাছে জানাননি। এরইমধ্যে পাকিস্তান থেকে আহমেদ লাটসাহেব তার বার্তা অন্য মুসল্লিদের কাছে পৌঁছে দেন। এ খবর জানাজানি হলে মওলানা জুবায়েরের বিরুদ্ধে একটি গ্রুপ সোচ্চার হয়ে ওঠে। এরই জের ধরে আজ সকালে কথাকাটা, হাতাহাতি ও একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রমনা থানার ওসি কাজী মাইনুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
যশোরে আটক সিংহ-বাঘের বাচ্চা গাজীপুরের সাফারি পার্কে
স্টাফ রিপোর্টার: যশোরে পাচারকালে গত সোমবার উদ্ধার হওয়া দুটি সিংহ ও চিতাবাঘের বাচ্চা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই প্রাণিগুলো পার্কে পৌঁছেছে। এ নিয়ে সাফারি পার্কে সিংহের সংখ্যা হলো- ২১, রয়েল বেঙ্গল ১১টিসহ বাঘের (চিতাবাঘের) সংখ্যা হলো-২টি। তবে চিতাবাঘ এ পার্কে এ দুটি প্রথম।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, যশোরের চাঁচড়া চেক পোস্টে একটি প্রাডো গাড়িযোগে পাচারকালে পুলিশ দুটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা প্রাণিগুলো উদ্ধার করে। পরে থানায় মামলা করে আদালতের মাধ্যমে শাবকগুলোকে গত সোমবার বিকেলে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়। তারা রাতেই বাচ্চাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।
নেশার টাকা না পেয়ে স্ত্রী ও মেয়েকে খুন
স্টাফ রিপোর্টার: নেশার টাকা না পেয়ে এক মাদকাসক্ত তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের দেলোয়ার সওদাগরের বাড়িতে গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, কবির হোসেন পেশায় একজন রিকশাচালক। সে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বসবাস করতেন। স্ত্রী হাফেজা বেগম ছিলেন একজন অন্ধ নারী। তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনে ভিক্ষা করে বেড়াতেন। এদিকে কবির প্রতিদিন নেশা করতেন। ঘটনার দিন তিনি রিকশা নিয়ে বের হননি। সারাদিন বাড়িতেই ছিলেন। রাতে হাফেজা ভিক্ষা করে কিছু টাকা নিয়ে ঘরে ফিরেন। কবির নেশা করার জন্য তার কাছে টাকা দাবি করেন। হাফেজা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে ঝগড়ার বাঁধে। এক পর্যায়ে কবির হোসেন উত্তেজিত হয়ে বটি দিয়ে প্রথমে হাফেজাকে এবং পরে তার কন্যা সাদিয়া বেগমকে গলাকেটে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান।