দর্শনার মাদকাসক্ত কথিত সাংবাদিক মামুন বিজিবির হাতে আটক অতঃপর মুক্ত!

স্টাফ রিপোটার: বহুল আলোচিত ও বিতর্কিত মাদকাসক্ত কথিত সাংবাদিক আহসান হাবীব মামুনকে আটট করে ছেড়ে দিয়েছে বিজিবি। কেন মামুনকে আটক করা হলো, আবার কেনই বা দেয়া হলো ছেড়ে এ নিয়ে উঠেছে প্রশ্ন। ছেড়ে দেয়ার নেপথ্যে কি রহস্য রয়েছে তা ঘোলাটেই রয়ে গেছে। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার মিনাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব মামুনের ইয়াবা সেবনের একাধিক ভিডিওচিত্র রীতিমত ভাইরালে পরিণত হয়। দীর্ঘদিন ধরে মামুন ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলের নেশা করলেও প্রমাণের অভাবে দর্শনা প্রেসক্লাব কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। ফেসবুকে ইয়াবা সেবনের ভাইরালে ব্যাপক সমলোচনার ঝড় ওঠে দর্শনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদকে নিয়ে। ফলে জরুরি বৈঠকের মাধ্যমে মামুনকে দর্শনা প্রেসক্লাব থেকে করা হয় বহিস্কার। গত রোববার রাত আড়াইটার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় সদস্যদের নিয়ে বাড়ি থেকে আটক করেন মামুনকে। প্রায় ১১ ঘণ্টা ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেখা নিয়ে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মামুনকে ছেড়ে দেয়া হয়। এ নিয়ে প্রশ্ন উঠেছে, কেনই বা আটক করা হলো, আবার ছেড়েই বা দেয়া হলো কেন? নেপথ্যে কি এমন রহস্য রয়েছে যা সকলেরই অজানা। এ ঘটনায় সুবেদার জাহাঙ্গীর আলম বলেছেন, মামুনকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।