আলমডাঙ্গার নাগদাহে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : নিলামে বালু বিক্রি করেছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এক বালু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উত্তোলনকৃত বালু নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আলমডাঙ্গার নাগদাহ গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে আবুল হাসেম বিশ্বাস কিছুদিন ধরে একটি ফসলি জমি থেকে ড্রেজার মেশিন ভিড়িয়ে বালু উত্তোলন করছিলো। উত্তোলনকৃত বালু সরকারি রাস্তার পাশে স্তুপ করে রেখে বিক্রি করে আসছিলো। এছাড়া রাস্তায় উপর স্পিডব্রেকার (বিট) নির্মাণ করে যানচলাচলের বিঘœ ঘটাতে থাকে। গতকাল সোমবার বেলা ১টার দিকে সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উপায়ে বালু উত্তোলন করার অপরাধে আবুল হাসেম বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদ- দেন। এছাড়া নিলামের মাধ্যমে উত্তোলনকৃত বালু ২০ হাজার ১০০ টাকায় বিক্রি করে দেন। জরিমানার টাকা নগদ আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান।