বিভিন্ন মাদকডেরায় অভিযান ॥ ৩ মাদকব্যবসায়ী আটক

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরে পুলিশের মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মাদকের ডেরায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ মাদকব্যবসায়ী।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা থানার এক ডজন এসআই লাঠি নিয়ে মোটরসাইকেলে মাদকবিরোধী মহড়া দিয়েছে। শহরজুড়ে চলে এ মাদকবিরোধী মহড়া। থানা পুলিশের এ মাদকবিরোধী মহড়াটি প্রত্যক্ষদর্শিদের নজর কাড়তে সক্ষম হয়। চায়ের দোকানগুলোতে আলোচনার প্রধান খোরাকে পরিণত হয়। এ মহড়ার পূর্বে আলমডাঙ্গায় মাদকব্যবসা ও মাদকসেবীদের সতর্ক করে মাইকিং করা হয়। মাদকবিরোধী এ মহড়া শেষে শহরের বিভিন্ন মাদকের ডেরায় অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশ ২জন মাদকব্যবসায়ীকে আটক করে। এরা হলো- স্টেশনপাড়ার মৃত মহর আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম সপু (৪০), মজিবর রহমানের ছেলে স্বজন আলী (২১) ও গোবিন্দপুরের তমালতলার মৃত দবির উদ্দীনের ছেলে সোহেল আলী (৩০)। এছাড়া সন্ধ্যায় পুলিশ শহরের চারতলা মোড় থেকে মিলন নামের এক মাদকসেবীকে আটক করে। মিলন কালিদাসপুরের রমজান আলীর ছেলে।
মাদকবিরোধী মহড়া ও অভিযানে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, একরাম, মহব্বত, জিয়াউল হক, শাখাওয়াত, জাকির, গিয়াস, সাইফুল ইসলাম, এএসআই খালিদ, হুমায়ন, নজরুল, শফিক ও এএসআই সাইফুল।

Leave a comment