ফিটনেস বাড়াতে ভারতীয় খেলোয়াড়দের ডিএনএ টেস্ট

মাথাভাঙ্গা মনিটর: ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ফিটনেসের মাত্রা বাড়াতে ‘ডিএনএ ফিটনেস’ টেস্ট করানো সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই টেস্টের ফলে প্রত্যেক ক্রিকেটারের শরীরের গঠন, ফ্যাটের মাত্রা, খাদ্যাভ্যাস কী হওয়া উচিত, কী কী ট্রেনিং বেশি প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সবকিছু আলাদাভাবে নির্ধারণ করা সম্ভব হবে। ফলে ক্রিকেটারদের স্পিড বাড়বে, ফ্যাট বার্ন করার ক্ষমতা বাড়বে, পরিশ্রমের ক্ষমতা বাড়বে, চোটের সম্ভাবনা কমাবে এবং মাংস পেশি তৈরি করতে সাহায্য করবে। গোটা ব্যাপারটি দলের ট্রেনার শঙ্কর বসুর মস্তিষ্কপ্রসূত। তবে এই পদ্ধতি নতুন নয়। অনেক আগেই আমেরিকার বাস্কেটবল লিগের খেলোয়াড়রা এই পদ্ধতিতে ফিটনেস টেস্ট করান। তার পর শুরু আমেরিকান ফুটবলে। এর আগে ভূবনেশ্বর কুমার এই পদ্ধতি মেনে ট্রেনিং শুরু করেন। এর পর থেকেই তার চোট লাগার পরিমাণ অনেক কমেছে।