স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় তিন সন্তানের জননী মমতাজ বেগম (৩০) বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, মমতাজ বেগম ছিলো অতিরিক্ত জেদি ও বদরাগি। সে কারণেই আত্মহত্যা করেছে। মমতাজ বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা পারকেষ্টপুর মদনা ইউনিয়নের সরাবাড়িয়া মাঠপাড়ার হারুনের স্ত্রী ও কুড়ুলগাছি চন্ডিপুরের কালু ম-লের মেয়ে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে দামুড়হুদা সরাবাড়িয়ার হারুনের সাথে মমতাজ বেগমের বিয়ে হয়। তাদের ঘরে আছে ২ মেয়ে ১ ছেলে। মমতাজ ছিলো অতিরিক্ত রাগী ও জেদী। প্রায় সে তার স্বামীর সাথে সংসারের খুটিনাটি বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি করতো। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তার স্বামীর সাথে ওষুধ খাওয়া নিয়ে রাগারাগি হয়। এক পর্যায়ে ঘরে রাখা বিষপান করে মমতাজ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওয়াস করার পর ভর্তি রাখা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান মমতাজ বেগম। পুলিশ মমতাজ বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখে। আজ ময়না তদন্ত হবে বলে জানান পুলিশ।