মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে গতকাল রোববার বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ জয়নাল আবেদীন, উপদেষ্টা আলহাজ আশকার আলী, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও গফরগাও পৌরসভার সাবেক মেয়র কাউসার আলী, জেলা যুবলীগের সদস্য ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহবুব, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। এদিন সন্ধ্যার দিকে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যাগে আতশবাজি ফুটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যা উদযাপন করা হয়। রাতে একইস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন স্থানের শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন।
যুবসমাবেশে অংশ নিতে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে যুবলীগের নেতাকর্মী ও মহিলাকর্মীরা পার্কে প্রবেশ করতে থাকে। বিকেলের দিকে পার্কটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো শহরকে আলোকসজ্জায় সাজানো হয়। রাস্তার দুই পাশে বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন শোভা পায়।