চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে আবারও গাছ ফেলে ডাকাতির চেষ্টা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। গত ২ রাতে পৃথক ঘটনায় ২ স্থানে কয়েক দিনের বিরতির পর ডাকাতের কবলে পড়তে হয়েছে। এর মধ্যে গত শনিবার রাত পৌনে ১১ টার সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সাধুহাটি ও বদরগঞ্জ বাজারের মধ্যবর্তী ত্রিবেনী পুলিশ চেকপোস্টের (বুডার মাঠ সংলগ্ন) কাছে ডাকাত দল গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গাছটি অপেক্ষাকৃত ছোট হওয়ায় ঝিনাইদহগামী একটি কাভার্ড ভ্যান (ট্রাক) ঝুঁকি নিয়ে গাছ পার হয়ে সাধুহাটি বাজারে টহলরত পুলিশকে খবর দিলে পুলিশ এসে গাছটি অপসারণ করে। এসময় উভয় দিকে বেশ কয়েকটি যাত্রীবাহী কোচকে অপেক্ষা করতে দেখা যায়। উল্লেখ্য, এ স্থানটিতে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটায় সেখানে স্থায়ী পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। পুলিশ সেখানে না থেকে পাশ্ববর্তী সাধুহাটি বাজারে অবস্থান করছিলো। এ সময় সাধারনত চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে রাতের শেষ ট্রিপের বাসগুলি অতিক্রম করে থাকে। এর আগের রাতে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলী জামতলায় রাত পৌনে ২টার দিকে সোনারতরী পরিবহনে গাছ ফেলে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ ২৩ হাজার টাকা লুট করে ও ৩ জনকে পিটিয়ে আহত করলে তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

Leave a comment