বিশ্বকাপ জিতলে তীর্থযাত্রায় যাবেন মেসি

মাথাভাঙ্গা মনিটর: রোজারিও থেকে সাধারণ ভক্তদের সঙ্গে টানা চৌদ্দ ঘণ্টা হেঁটে ৬৮ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছুবেন সান নিকোলাসে, আওয়ার লেডি অব রোজারিও চার্চে। কিন্তু সব কিছুই নির্ভর করছে আগামী বছর রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরমেন্সের উপর। কারণ, দেশকে চ্যাম্পিয়ন করতে পারলেই তীর্থযাত্রায় বেরোবেন মেসি। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে হাজার হাজার তীর্থযাত্রী নিকোলাস যান। আগামী বছর সেই দলে সেরা আকর্ষণ হতে পারেন মেসি।

এই মুহূর্তে মস্কোয় রাশিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা দল। মেসি বলেছেন, ‘বিশ্বকাপ জিতলে আমি পায়ে হেঁটে নিকোলাসে যাব।’ আর্জেন্টিনার আর এক তারকা সার্জিও আগুয়েরো আবার বলেছেন, ‘হাঁটব কেন? আমরা দৌড়ে নিকোলাস যাব।’