দামুড়হুদা প্রতাপপুরে বাঘডাশা হত্যা করে ফেসবুকে পোস্ট : অভিযুক্ত ইউপি মেম্বারের শাস্তি দাবি

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির প্রতাপপুরে বিলুপ্তপ্রায় একটি বাঘডাশাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রামের বর্তমান ইউপি সদস্য আজাহার আলী গত শুক্রবার সন্ধ্যায় বাঘডাশাটিকে ফাঁদ পেতে ধরেন। পরে প্রকাশ্যে রাস্তার ওপর বাঘডাশাটিকে হত্যা করে ফেসবুকে পোস্ট দেন তিনি। এ ঘটনাকে ইউনিয়ন ও গ্রামের সুধী মহল নিন্দা জানিয়ে অভিযুক্ত মেম্বারের শাস্তি দাবি করেছেন। বন্যপ্রাণী হত্যা করা যেমন অপরাধ, ঠিক তেমনি তিনি একজন জনপ্রতিনিধি হয়েও বাঘডাশাটি হত্যার দৃশ্য ফেসবুকে পোস্ট দিয়ে আরেক অপরাধ করেছেন বলে মস্তব্য করেছেন অনেকে। এ ব্যাপারে মেম্বার আজাহার আলী জানান, পাঁচ-ছয় মাস ধরে এলাকার লোকজনের হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিলো। পরে রাতে তার বাগানে ফাঁদ পেতে ভেতরে মুরগি রাখা হয়। এতে বাঘডাশাটি ধরা পড়ে। দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা শফিকুর রহমান শফি জানান, এলাকাবাসী বাঘডাশাটিকে তাদের কাছে দিলে তারা জঙ্গলে ছেড়ে দিতে পারতেন। অপর দিকে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মাঠ হতে একদল রাখাল ঘাস কাটার সময় একটি বাঘডাশা দেখলে তারা ফাঁদ পেতে ধরে। পরে গ্রামবাসীর উদ্যোগে তা পুনরায় মাঠে অবমুক্ত করা হয়।