আলমডাঙ্গায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন

ফিরোজ সভাপতি মুকুল সাধারণ সম্পাদক
আলমডাঙ্গা ব্যুরো: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ মানবাধিকার রক্ষায় মানবতা ফাউন্ডেশন আলমডাঙ্গা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা হলরুমে ফিরোজ ইফতেখারকে সভাপতি ও রহমান মুকুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠণটির নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীন রেজা মল্লিক মিল্টন, মানবতা ফাউন্ডেশনের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা জজ কোর্টের এপিপি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, নারীনেত্রী ও মানবাধিকার কর্মী রউফুন নাহার রিনা, মানবতা ফাউন্ডেশনের মেডিটেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, মাহফুজা আকতার যুথি, মানবতা ফাউন্ডেশনের তথ্য কর্মকর্তা নওশের আলী, অপারেশন কর্মকর্তা অ্যাড. জিল্লুর রহমান, এসআই জাকির হোসেন প্রমুখ।
এমদাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফিরোজ ইফতেখারকে সভাপতি ও রহমান মুকুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন, আসমা আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন মঞ্জু, প্রচার সম্পাদক কাজী সিগ্ধা, ক্রীড়া সম্পাদক সুরেশ কুমার আগরওয়ালা। নির্বাহী সদস্য আশরাফুল হক আশা, রহিদুল ইসলাম রহিত ও দিলরুবা শিল্পী। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যদেরকে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।