আখ চাষে আগ্রহ হারাচ্ছে কুড়ুলগাছি ও কার্পাসসডাঙ্গার কৃষকরা

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গায় এক সময় প্রচুর আখ চাষ হলেও বর্তমানে এখানকার কৃষকরা আগ্রহ হারাচ্ছে। এ অঞ্চলে এক সময় এক থেকে দুই হাজার হেক্টর জমিতে আখের আবাদ হতো। কিন্তু গত কয়েক বছরে আখ ও গুড়ের দাম কম হওয়ায়, বর্তমানে ভালো চারা না পাওয়া, যোগাযোগ প্রতিকূলতার কারণে বাজারজাত করতে সমস্যা এবং বর্তমানে শ্রমিকের মজুরি অনেক বেশি হওয়ায় কৃষকরা আখ চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অল্প পরিমাণে আখের আবাদ করা হয়েছে। কৃষকরা জানায়, বছরের অর্ধেক সময় একই জমিতে আখ চাষ না করে শুধু দুইবার ধান চাষ ও ভুট্টা চাষ করলে লাভ বেশি পাওয়া যাচ্ছে। ধান্যঘরা গ্রামের বাবুল হোসেন, কুড়ুলগাছি গ্রামের শাহজাহান, আব্দুল খালেক আখ চাষ করলেও তারা জানান, এখন আখ চাষ করে তেমন লাভ হচ্ছে না। তাই সবাই আখ চাষে আগ্রহ দেখাচ্ছেন না এবং বছরে বর্ষজীবী ফসল আখ চাষ করা বাদ দিয়ে ওই জমিতে সবজি চাষ করে বেশি লাভবান হচ্ছে বলে তারা জানান।