পাকিস্তানে টি-টোয়েন্টি খেলবে না উইন্ডিজ!

মাথাভাঙ্গা মনিটর: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর স্থগিত করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বিষয়টি চূড়ান্ত না হলেও কয়েকটি সূত্র দাবি করেছে, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যেতে চান না বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সফরের ভবিষ্যত নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে বোর্ড সূত্র জানায়, দু’দল সময়-সুযোগ বুঝে আগামী বছর এ সিরিজ খেলবে। সিরিজ নিয়ে সিনিয়র খেলোয়াড় তো বটেই, উইন্ডিজ খেলোয়াড়দের সংগঠন শঙ্কা প্রকাশ করেছে। এক সূত্র জানায়, ‘বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বোর্ড কথা বলার পর জানতে পেরেছে, সফরে যাওয়ার আগ্রহ তাদের নেই। সিরিজ হলেও ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড ও ডুয়ানে ব্রাভোর মতো সিনিয়রদের পাবে না দল।’ নিরাপত্তা বিশেষজ্ঞদের সাম্প্রতিক রিপোর্ট ইতিবাচক হওয়ায় গত সেপ্টেম্বরে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বিশ্ব একাদশ।

এছাড়া গত ২৯ অক্টোবর লাহোরে একটি টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। তারপরও শঙ্কা কাটাতে পারছে না ক্যারিবিয়ানরা, ‘বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কান দলের সফর হলেও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মনে নিরাপত্তা শঙ্কা রয়েছে।’ অন্য এক সূত্রের দাবি, ‘এ সফর বাস্তবায়ন করতে বদ্ধপরিকর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, তারা পিছিয়ে আসবে না।’