দেশ মাটি মানুষের জন্য নিবেদিত ছিলেন মোহাম্মদ শাহজাহান

স্মৃতি সংসদের উদ্যোগে চুয়াডাঙ্গায় স্মরণসভা পুরস্কার বিতরণসহ দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: ‘দেশ মাটি মানুষের জন্য নিবেদিত ছিলেন মোহাম্মদ শাহজাহান। তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও অল্প দিনের মধ্যেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করেন। জাতীয় রাজনীতিতে তার শক্ত অবস্থান শুধু চুয়াডাঙ্গার মুখকে উজ্জ্বলই করেনি, দেশে-বিদেশে কর্তব্যপালনের মধ্যদিয়ে বয়ে এনেছেন বিরল সম্মান। গুণী এই মানুষকে স্মরণ করার মধ্যদিয়ে প্রজন্মের মাঝে তাকে তুলে ধরতে পারলে উপকৃত হবে সমাজ।’
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জাতীয় রাজনীতিক সাবেক এমপি মোহাম্মদ শাহাজাহানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। একই সাথে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আ.শু বাঙালী। তিনি মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের সভাপতি। দোয়া পরিচালনা করেন হাফেজ বদিউল আলম। মোহাম্মদ শাহাজাহান স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা তারই সহোদর জেএসডি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বাগত বক্তব্যে মোহাম্মদ শাহজাহানের কর্মময় জীবন তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শাহাজাহানের সহধর্মিনী মাফরুজ আরা বেগম। তিনি বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে তার স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল লতিফ খান যুবরাজ, আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন আহমেদ, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি মাহাতাব উদ্দীন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, আইনজীবী হাজি অ্যাড. সেলিম উদ্দীন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল বাসার, চুয়াডাঙ্গা জলা জাসদ’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সিদ্দীক, শিক্ষানুরাগী জাসদ নেতা শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ শাহাজাহানের পুত্র তৌফিক জাহান শিপলু ও কন্যা শাহিনা জাহান মিশাসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সুন্দর ও নির্ভুল বাংলা হস্তলিখন, স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ শাহাজাহান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শেখ সেলিম।