মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাতীয়তবাদী আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দেন। জাতীয়তবাদী আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষে যথাক্রমে সভাপতি পদে অ্যাড. আব্দুল হাকিম শেখ ও অ্যাড. একেএম শফিকুল আলম, সহসভাপতি পদে অ্যাড. আদিল কবীর, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম রুস্তম আলী, অ্যাড. শাজাহান আলী, সাধারণ সম্পাদক পদে অ্যাড. কামরুল হাসান, অ্যাড. সাথী বোস, যুগ্মসম্পাদক পদে অ্যাড. এএস সাইদুর রাজ্জাক সাদ্দাম, অ্যাড. আরিফুজ্জামান, অ্যাড. নাজমুল হুদা, অ্যাড. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে অ্যাড. এএসএম হাসানুল্লাহ ও রুত শোভা ম-ল, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান ও অ্যাড. নজরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে অ্যাড. রহমতুল্লাহ, অ্যাড. হাসান মাহাবুব, অ্যাড. কামরুজ্জামান বাপ্পি, অ্যাড. এহানউদ্দিন মনা, অ্যাড. মীর আলমগীর হোসেন, অ্যাড. সহিদুল ইসলাম, অ্যাড. মধুমিতা, অ্যাড. সাইদুল ইসলাম, অ্যাড. রাশেদুল হক, অ্যাড. একেএম নুরুল হাসান রঞ্জু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, অ্যাড. নিয়ামুল খান, অ্যাড. নাগিব মাহামুদ জুয়েল ও অ্যাড. সেলিম রেজা মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষে অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. পল্লব ভট্টাচার্য অ্যাড. ইব্রাহীম শাহীন ও অ্যাড. সাথী বোস এবং জাতীয়তবাদী আইনজীবী সমিতির পক্ষে অ্যাড. মারুফ আহামেদ বিজন, অ্যাড. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment