আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালীয়াতে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এক কলেজ ছাত্রকে উত্তম-মধ্যম দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটবোয়ালীয়া স্কুল অ্যা- কলেজের সামনে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন।
ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হারদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আশাবুল ইসলাম (১৯) হাটবোয়ালীয়া স্কুল অ্যা- কলেজের সামনে এক জেএসসি পরীক্ষার্থীকে হাত ধরে টানা হেঁছড়া করছিলেন। ওই পরীক্ষার্থীর চিৎকারে কয়েকজন ছুটে এসে ওই কলেজ ছাত্রকে আটক করে গণধোলাই শুরু করে। পরে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে আটক করে রাখা হয়। দুপরে ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মদ বাবলু ও ইউপি সদস্য সুমন আলীর হাতে তুলে দেয় স্কুল অ্যা- কলেজ কর্তৃপক্ষ।