চুয়াডাঙ্গায় সওজ শ্রমিক কর্মচারীদের ৪র্থ দিনে কর্মবিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ৭ দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেছে চুয়াডাঙ্গা জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা। গতকাল বুধবার জেলা সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়নের সভাপতি মকবুল হোসেনের নেতৃত্বে তাদের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাইকৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করণের আদেশ বিলম্বিত হওয়ায় এবং অবশিষ্ট ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন এবং সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জড-মাস্টাররোলের সকল শ্রমিক কর্মচারীদের সমস্যা সমাধানের জোর দাবি জানানো হয়। সভা থেকে আগামি ১২ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ, ১৪ নভেম্বর গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি ও ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়। সঙ্গে কাফনের কাপড় নিয়ে আসতে হবে বলে জানান বক্তারা। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সওজের চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মোসলেম উদ্দীন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাসাফুদ্দোজা সুমন, প্রচার সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও দফতর সম্পাদক মাহাবুব হোসেনসহ আরও অনেকে।