চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্রে অবস্থিত দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন, জেলা পরিষদের সচিব নূরজাহান খানম, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, সহকারী পুলিশ সুপার (সদর) আহসান হাবিব, জেলা প্রশাসনের সহকারী কমিশনার পাপিয়া আক্তার, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক আবু জাফর প্রমুখ।
সভায় জানানো হয়, জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনের চেয়ে কম শিক্ষক থাকায় শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন সরকারি দফতরে কর্মরত কর্মকর্তারা স্বেচ্ছায় এ কার্যক্রমে অংশ নিতে পারবেন। সভায় উপস্থিত অধিকাংশ সরকারি কর্মকর্তা জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই কার্যক্রমে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন। সরকারি বিদ্যালয় দুটির শিক্ষকদের ক্লাস রুটিনের সাথে মিল রেখে স্বেচ্ছায় ক্লাস নিতে ইচ্ছুক কর্মকর্তাদের রুটিন করে দেয়া হবে। এর আগে জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।