চুয়াডাঙ্গার কালোপোল রাজার ভিটায় নির্মিত হবে জাদুঘর

৩০শতাংশ জমি দান করলেন ৭জন
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কালোপোল ঢিবি সংলগ্ন (রাজার ভিটা ) স্থানে খনন করে প্রাপ্ত প্রতœসম্পদ প্রদর্শনীর জন্য ডিসপ্লে সেন্টার (জাদুঘর) করার লক্ষ্যে আঞ্চলিক পরিচালক (চ.দা) আফরোজা খান মিতা স্বাক্ষরিত ৭৪ নং কালোপোল মৌজার ২২৪৩, ২২৩৯, ২২৪০, ২২৪১ দাগ হতে ৩০শতাংশ জমি দান পত্রের মাধ্যমে রেজিস্ট্রি দলিল সম্পাদনের জন্য কাস্টোডিয়ান এমএম দত্তবাড়ি সাগরদাড়ি যশোর, সিনিয়র ড্রাফটসম্যান আঞ্চলিক পরিচালকের কার্যালয় খুলনা সাটমুদ্রাক্ষরিক আঞ্চলিক পরিচালক কার্যালয় খুলনা নির্দেশ প্রদান করেন সেই আলোকে গত ৫নভেম্বর কালোপোল গ্রামের নিজ উদ্যোগে শওকত আলী ও বরকত আলী গং ১০ শতক, মিজানুর গং ৫শতক, তোক্কেল আলী সাড়ে ৪শতক, সেন্টু রহমান ২শতক, শরিফুল ইসলাম ২শতক, রহিম গং ৩ শতক জমি দামপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতœতত্ত্ব অধিদফতরের নামে রেজিস্ট্রি করে দেন।